ট্রাকচাপায় কিশোর ছেলে নিহত, শুনে জ্ঞান হারালেন বাবা

সাতকানিয়ায় ট্রাকচাপায় নিহত কিশোর মো. তানিম হোসেনছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম মো. তানিম হোসেন (১৪)। শুক্রবার রাতে মহাসড়কের সাতকানিয়ার খুনি বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ট্রাকটির চালক আলমগীর হোসেনকে আটক করেন। পরে তাঁকে হাইওয়ে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নিহত মো. তানিম হোসেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশার কানুর মার বাড়ি এলাকার কোরবান আলীর ছেলে। সে ঢেমশা এলাকায় একটি গ্রিল ওয়ার্কশপে মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেমুহনী রেলক্রসিং এলাকা থেকে তানিম হোসেন বাইসাইকেল চালিয়ে কেরানীহাটের দিকে যাচ্ছিল। সে মহাসড়কের খুনি বটতল এলাকায় পৌঁছালে দ্রুতগামী পাথরবোঝাই একটি ট্রাক তার সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তানিম সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

ঢেমশা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ছেলে তানিম হোসেন ট্রাকচাপায় নিহত হওয়ার খবর শুনে জ্ঞান হারান বাবা কোরবান আলী। পরে তাঁকে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকটির চালককে আটক করা হয়েছে। নিহত কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা করা হবে।