এম তৌহিদ হোসেন

এম তৌহিদ হোসেন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের দেশে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ১৭ সদস্যের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একজন এম তৌহিদ হোসেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রসচিব। তাঁর জন্ম ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮১ সালে পররাষ্ট্র দপ্তরে যোগদান করেন এম তৌহিদ হোসেন। তিনি ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপ্যাল হিসেবে দায়িত্বপালন করেন।

আরও পড়ুন

তৌহিদ হোসেন ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিব ছিলেন। ২০১২ সালের জুন মাসে তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। তিনি আন্তর্জাতিক নানা বিষয়ে গণমাধ্যমে লেখালেখি করেন। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তিনি গবেষণায় যুক্ত আছেন। ২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি ‘প্রস্পেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ রিলেশনশিপ উইথ জার্মানি অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন’ শীর্ষক প্রবন্ধ লেখেন।