ক্যানসার রোগীদের সেবায় রেনাটার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। মিরপুর, ঢাকা, ১ জুলাই।ছবি: বিজ্ঞপ্তি

ক্যানসারের বিষয়ে সচেতনতা তৈরি করতে ও ক্যানসারে আক্রান্তদের প্রতি সহমর্মিতার হাত বাড়াতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মিরপুরে রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

রেনাটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের প্রধান অধ্যাপক আলীয়া শাহনাজ। ‘মানুষ মানুষের জন্য’ বিখ্যাত গানটি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখন ক্যানসার রোগীদের জন্য বিশ্বমানের ওষুধ তৈরি করছে ও বিভিন্ন দেশে রপ্তানি করছে। তিনি ক্যানসার রোগী এবং তাঁদের সেবাদানকারীদের মানসিক স্বাস্থ্যসেবায় উদ্যোগ নেওয়ার জন্য রেনাটার বিশেষ প্রশংসা করেন।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক হাসান ফিরোজ। তিনি রক্তদান কর্মসূচির মতো মানবিক কাজের জন্য রেনাটার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, রেনাটা আরও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দুস্থ রোগীদের সেবা দিতে এগিয়ে আসবে।

রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানবীর সাজিব জানান, বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে রেনাটা তার গবেষণা চালিয়ে যাচ্ছে। ক্যানসার রোগীদের জন্য দেশেই ওষুধ তৈরি করছে। তিনি আরও জানান, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম প্রতিষ্ঠান রেনাটার লক্ষ্য বিশ্ব মানের ওষুধ প্রস্তুত এবং ক্যানসার রোগী ও তাঁদের সেবাদানকারীদের মানসিক স্বাস্থ্যসেবার জন্য বিশ্বমান অর্জন।

রেনাটা লিমিটেডের অনকোলজি বিভাগের টিম লিডার আমির আবদুল্লাহ জানান, রেনাটা তাদের ক্যানসার প্রজেক্টের মাধ্যমে দেশের যেকোনো অঞ্চলে বসবাসরত ক্যানসার রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে ওষুধ সরবরাহ করে থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক তন্নিমা অধিকারী ও সহকারী অধ্যাপক মেহের জাবিন। রক্তদান কর্মসূচির পৃষ্ঠপোষকতায় ছিল ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ এবং সার্বিক সহযোগিতায় ছিল সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।