উখিয়া সীমান্ত থেকে লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী রহমতের বিল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, বিজিবি ও পুলিশ গিয়ে রহমতের বিলের সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
গতকাল শুক্রবার দুপুরে রহমতের বিল এলাকায় তিন থেকে চারটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। পরে বিষয়টি বিজিবি ও স্থানীয় থানা–পুলিশকে জানানো হয়। সীমান্তের একেবারে কাছাকাছি লাশগুলো থাকায় নিরাপত্তার কারণে পুলিশ গতকাল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। ইতিমধ্যে বিজিপিকে হটিয়ে তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি আরাকান আর্মি দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত তিনটা থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। গত সোমবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। এ ছাড়া মিয়ানমারের সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জন বাংলাদেশে ঢুকে পড়েন। তাঁরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। আকাশ কিংবা নদীপথে তাঁদের সে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
অস্ত্রসহ গ্রেপ্তার রোহিঙ্গাদের রিমান্ডের আবেদন
অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলোর উৎস সম্পর্কে জানা যাবে।
গত মঙ্গলবার রহমতের বিল এলাকা থেকে অস্ত্রসহ ২৩ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে গতকাল উখিয়া থানায় হস্তান্তর করা হয় তাঁদের। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।