ভিসার চারটি পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক
বহুজাতিক ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান ভিসার চারটি পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। ৭ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৪’ অনুষ্ঠানে ব্যাংকটির কর্মকর্তাদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
আজ শনিবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ভিসার ‘কনজ্যুমার ডেবিট কার্ড’, ‘কমার্শিয়াল ডেবিট কার্ড’, ‘মার্চেন্ট অ্যাকুয়ারিং পিওএস’ এবং ‘ভ্যালু অ্যাডেড সার্ভিসেস’ (ভিএএস)—এই চারটি বিভাগে পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক।
পুরস্কার প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন বলেন, ‘পরপর কয়েক বছর ভিসা থেকে পাওয়া এই মর্যাদাপূর্ণ পুরস্কার কার্ড ইস্যু ও অ্যাকুয়ারিং ব্যবসায় আমাদের শক্তিমত্তা এবং প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র উদ্ভাবনের প্রতিফলন বহন করে।’
সেলিম আর এফ হোসেন আরও বলেন, একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসায়িক ধারা বজায় রাখতে নতুন নতুন উদ্ভাবনী সেবা দিতে থাকবে ব্র্যাক ব্যাংক। এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ব্র্যাক ব্যাংক কৃতজ্ঞ।
ভিসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী; বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আখতার; ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ; বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ প্রমুখ।