গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টুডেন্ট অব দ্য ইয়ার-২০২৪ বাছাইয়ের বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনিচুর রহমান, রাবেয়া আলী, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ব্যাংক কর্মকর্তা এম এম মাহবুব হাসান, ব্যাংক কর্মকর্তা এম সেলিম মোল্লা, মেহেদি মাহমুদ মোল্লা, মোল্লা ফজলুল হক, সুলতান শাহী কেকানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তানিয়া খান ও উপাধ্যক্ষ কৌশিক বিশ্বাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ২০১৪ সালে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন।