আশিয়ান সিটি মাঠে শুরু হচ্ছে ‘সুন্নাতময়’ ইজতেমা

ইজতেমা উপলক্ষে আজ মঙ্গলবার আশিয়ান সিটি মাঠে সংবাদ সম্মেলন করে দাওয়াতে ইসলামীছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানের কাওলার আশিয়ান সিটি মাঠে দাওয়াতে ইসলামীর উদ্যোগে তিন দিনের ‘সুন্নাতময়’ ইজতেমা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।

ইজতেমা উপলক্ষে আজ মঙ্গলবার আশিয়ান সিটি মাঠে সংবাদ সম্মেলন করে দাওয়াতে ইসলামী। সংগঠনের গণমাধ্যম শাখায় দায়িত্বরত মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী জানান, ইজতেমার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসল ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে।

জহিরুল ইসলাম মুজাদ্দেদী আরও বলেন, দাওয়াতে ইসলামী বাংলাদেশ সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ‘আকিদায়’ বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৫ সাল থেকে ঢাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

দাওয়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদ হক কাদেরি বলেন, শুধু বাংলাদেশে নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিভিন্ন দেশে এই ইজতেমা হয়ে আসছে। ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন ও ৩০ দিনসহ বিভিন্ন মেয়াদে জন্য ‘মাদানি কাফেলায়’ বের হবেন। তাঁরা দেশের বিভিন্ন মসজিদে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেবেন।