সাবেক মন্ত্রী মুজিবুল ও রিজেন্সি হোটেলের চেয়ারম্যানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

মুজিবুল হকফাইল ছবি

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী জেবুন্নেসার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছ। দুদক এ বিষয়েও সন্ধান করছে। দুদক আদালতকে আরও জানিয়েছে, মজিবুল হক দেশত্যাগ করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। আদালত শুনানি নিয়ে মজিবুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।

অন্যদিকে ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী জেবুন্নেসার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন উপপরিচালক মেফতাহুল জান্নাত।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, মুসলেহ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী জেবুন্নেসার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই দম্পতি যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত এ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।