সব শিক্ষার্থী কবে নাগাদ বই পাবে, স্পষ্ট করে জানাননি শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থী কবে নাগাদ সব পাঠ্যবই পাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নতুন বই ছাপার কার্যক্রম এবার দেরিতে শুরু হয়েছে।

দেরির কারণও ব্যাখ্যা করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, বই পরিমার্জন করতে হয়েছে। পরিবর্তন করতে হয়েছে শিক্ষাক্রম। বইয়ের সংখ্যাও অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না।

আগের সরকারের সময়ে মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি—এমন মন্তব্য করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বই ছাপানোর ব্যাপারে দেশের সক্ষমতাটুকুও এবারই প্রথম দেখা যাচ্ছে। দেরি তো হবেই। বোঝা গেল যে দেশের ভেতরে আপাতত কিছু ঘাটতি আছে।