জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে তথ্য উপদেষ্টাসহ কর্মকর্তাদের সঙ্গে প্রশাসন-শিক্ষার্থীদের সভা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ভিত্তিতে স্বল্প সময়ে আবাসনসুবিধা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা।
সভায় আলোচনার বিষয় ছিল, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর ভূমি অধিগ্রহণ জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা। জরুরি ভিত্তিতে পরিকল্পনা ও উন্নয়ন পদে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ করা। প্রকল্পের অবশিষ্ট কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
চলমান প্রকল্পটির আওতায় এরই মধ্যে সম্পাদিত কাজে দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের বিষয় নিয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসিক সংকট সাময়িক নিরসনের লক্ষ্যে সুবিধাজনক স্থানে বাসা ভাড়া করে শিক্ষার্থীদের হল হিসেবে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উঠে আসে সভায়।