২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শিশু সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি (শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ) নাজাত মাল্লা মজিদছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের শিকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি (শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ) নাজাত মাল্লা মজিদ। যুক্তরাষ্ট্র সময় গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে নাজাত মাল্লা মজিদ বলেন, শিশুদের যেকোনো ধরনের নির্যাতন ও শোষণ থেকে সুরক্ষা নিশ্চিতের এখন একটি বড় সুযোগ তৈরি হয়েছে। পরিবর্তিত এ পরিস্থিতিতে আইন ও বিভিন্ন প্রক্রিয়ার ফাঁকফোকর চিহ্নিত করে তা দূর করতে হবে। পাশাপাশি শিশু ও তরুণদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে তরুণ ও শিশুরা সামনের সারিতে ছিল জানিয়ে বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের এই বিশেষ প্রতিনিধি বলেন, তাদের অর্জন অনেক। কিন্তু এর জন্য তাদের বড় মূল্য চোকাতে হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুসারে, এই বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ৬৫ জনের বেশি শিশুকে প্রাণ দিতে হয়েছে।

জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের আহ্বানের সঙ্গে তিনিও সব ধরনের সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দেন। বিশেষ করে সহিংসতা, নির্বিচার গ্রেপ্তার ও আটকের শিকার হওয়া শিশু ও তরুণদের জন্য পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মাল্লা মজিদ শিশুবান্ধব বিচারপ্রক্রিয়া এবং শিশু আদালতের গুরুত্বের বিষয়টি উল্লেখ করেন। বিক্ষোভকে কেন্দ্র করে এত বেশিসংখ্যক শিশু ও কিশোর আটক থাকার বিষয়টি তুলে ধরে আটক সব শিশুকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এখন পর্যন্ত শিশুদের বিরুদ্ধে বিশেষ করে সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলা প্রত্যাহার হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুন

এসব শিশু ও তাদের পরিবারের আইনি ও মনোসামাজিক সহায়তা এবং সুস্থতা ও ভবিষ্যত রক্ষায় সহায়তা পাওয়া জরুরি উল্লেখ করে মাল্লা মজিদ তরুণ ও শিশুদের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করার আহ্বান জানান।

আরও পড়ুন