২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শামসুজ্জামানকে আটকে গণতন্ত্র মঞ্চের ক্ষোভ, অবিলম্বে মুক্তি দাবি

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তাঁর বাসা থেকে আজ বুধবার ভোরে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। সিআইডির পরিচয় দেওয়া ব্যক্তিরা সাধারণ পোশাকে ছিলেন। এ ঘটনাকে বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা অবিলম্বে শামসুজ্জামানের মুক্তি দাবি করেছেন।

আজ গণতন্ত্র মঞ্চের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীনতা দিবসে প্রথম আলো পত্রিকার আলোচিত রিপোর্টটির কারণে তাঁকে আটক করা হয়েছে বলে সিআইডির পরিচয় দেওয়া দলটি উপস্থিত ব্যক্তিদের জানিয়েছেন। এভাবে গভীর রাতে তল্লাশি চালিয়ে একজন সংবাদকর্মীকে আটক বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত।’

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বানানোর পর থেকেই বিরোধী মতের রাজনৈতিক কর্মীরা মত প্রকাশ করতে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। গণমাধ্যমকর্মীরাও নির্যাতিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামসহ দেশে বহু গণমাধ্যমকর্মীর ওপর সরকারি সংস্থা কিংবা দলের লোকের নির্যাতনের খবর এসেছে। গণমাধ্যমকর্মীসহ মতপ্রকাশের অভিযোগে যাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাঁদের মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান নেতারা।