মানবাধিকার সুরক্ষায় অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেনফাইল ছবি: জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও থেকে

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল শুক্রবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এক বিবৃতিতে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।

ফারহান হক বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সহায়তার বিষয়ে বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করেছেন। এর আওতায় জবাবদিহি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে।

আরও পড়ুন

ফারহান হক আরও বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে তদন্তে সহায়তার ক্ষেত্র ও পদ্ধতির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে একটি বিশেষজ্ঞ দল ঢাকা সফর করবে। মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করার বিষয়ে হাইকমিশনার প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ। এ জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।

আরও পড়ুন

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের বরাত দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই দিন ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন ফলকার টুর্ক। দেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করায় ফলকার টুর্ক এবং দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান ড. ইউনূস।

আরও পড়ুন
আরও পড়ুন