ধানমন্ডি ৩২ নম্বর: ‘কিছু হাড় ও আলামত সংগ্রহ’ করেছে সিআইডি

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়িটিতে উৎসুক জনতার ভিড়ছবি: প্রথম আলো

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে ‘কিছু হাড় ও আলামত’ সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার সকাল নয়টার দিকে সিআইডির ক্রাইম সিন বিভাগের একটি দল সেখানে গিয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান প্রথম আলোকে বলেন, কিছু হাড় বা আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছিল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত কিছু আলামত সংগ্রহ করেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর বলতে পারবেন আসলে আলামতগুলো কীসের।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটির অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এই বাড়িতে উৎসুক জনতার ভিড় রয়েছে। অনেকে রড, ইট খুলে নিয়ে যাচ্ছেন। গতকাল শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি সংলগ্ন ভবনের নিচে কাজ করেছে ফায়ার সার্ভিস। সেখান থেকে পানি নিষ্কাশন করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

আরও পড়ুন