ইতালিগামীদের ভিসা সমস্যার শিগগিরই সুরাহা হবে
ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী যাঁদের ভিসা অপেক্ষমাণ (পেন্ডিং) আছে, সেটির শিগগিরই সমাধান হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ আশাবাদের কথা জানান।
আজ সকালে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো পররাষ্ট্রসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সূত্র ধরে পররাষ্ট্রসচিব বলেন, ‘ভিসার আবেদন জমে থাকা (ব্যাকলগ) ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আমাদের পক্ষ থেকে উদ্বেগের জায়গাটা বলেছি। এই সমস্যা সমাধানে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু বাংলাদেশের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। আমরা শিগগিরই হয়তো এ সমস্যার সমাধান করতে পারব। ইতালি দূতাবাসের সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে কাজ করছি।’
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতালির রাষ্ট্রদূত দ্রুততম সময়ের মধ্যে কাজের ভিসা সমস্যার সমাধানে নিশ্চয়তা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূলত সংগঠিত অপরাধী নেটওয়ার্কের অবৈধ হস্তক্ষেপ, কাজের ভিসাব্যবস্থায় ক্রমাগত হস্তক্ষেপ করার চেষ্টা, জাল নথি জমা দেওয়ার পাশাপাশি ভিসার অনুরোধ অপ্রত্যাশিত বাড়ার কারণে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী ভিসার আবেদন এখন দূতাবাসে রয়েছে বলে জানান রাষ্ট্রদূত। দুই পক্ষ আশা করছে, দক্ষ কর্মীদের কর্মসংস্থানের আইনি পথ সহজতর এবং অনিয়মিত অভিবাসন রোধে দুই সরকারের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারক শিগগিরই সই করা সম্ভব হবে।