দুই মামলায় মামুনুল হকের জামিন বহাল

মামুনুল হকফাইল ছবি

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

ওই দুই মামলায় মামুনুলকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।

মামুনুল হকের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

আইনজীবীর তথ্যমতে, ২০২১ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ওই দুটি মামলা হয়। গত বছরের ৯ মে দুই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান মামুনুল।

আরও পড়ুন

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি নিয়ে গত ১০ মে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। মামুনুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুর রহমান রায়হান।

পরে আইনজীবী আনিসুর রহমান রায়হান প্রথম আলোকে বলেন, দুই মামলায় মামুনুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মামুনুল হকের বিরুদ্ধে থাকা ২১টি মামলার মধ্যে ২টিসহ ১৭টিতে জামিন হয়েছে। আরও মামলা থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না।

আরও পড়ুন

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের একটি কক্ষে কথিত স্ত্রীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ। পুলিশ গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজতে ইসলাম ও মাদ্রাসার ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হক ও তাঁর কথিত স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যান। ১৫ দিন পর ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকার তেজগাঁও বিভাগের পুলিশ।