থানা থেকে পালালেন আসামি যুবলীগ কর্মী, ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
চট্টগ্রামের লোহাগাড়ায় থানা হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দায়িত্বরত দুই উপপরিদর্শক এবং এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশের বাহাদুরপাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগের কর্মী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। কিন্তু থানা থেকে ওই আসামি পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
আসামি কীভাবে পালিয়ে গেলেন, তা জানতে চাইলে ওসি রাশেদুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের পর থানা এখনো অরক্ষিত। প্রায় ৩০ জন লোক ওই যুবলীগের কর্মীকে নিয়ে থানায় আসেন। তাঁরা তাঁকে মারধর করার চেষ্টা করছিলেন। তখন দায়িত্বরত পুলিশ কনস্টেবল ক্ষুব্ধ জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সুযোগে ওই আসামি পালিয়ে যান।
এ ঘটনায় ওসি রাশেদুল ইসলাম, উপপরিদর্শক নাছিমা আক্তার ও আমির হোসেন এবং কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার। একই সঙ্গে চট্টগ্রাম জেলায় যোগ দেওয়া পুলিশ পরিদর্শক আরিফুর রহমানকে লোহাগাড়া থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এ ছাড়াও জেলা গোয়েন্দা শাখার দুটি টিমও অভিযান অব্যাহত রেখেছে।