দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সচিব ইসমাইল হোসেনকে

আদালতপ্রতীকী ছবি

সাবেক সচিব ইসমাইল হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১৯ ডিসেম্বর দুদকের করা মানি লন্ডারিং (অর্থ পাচার) প্রতিরোধ আইনের মামলায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে আদালত তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। সেদিন আদালত তাঁকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ছিলেন। তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।