অনলাইন রেফ্রিজারেটর মেলায় কনকা রেফ্রিজারেটরে ‘চিল সব ডিল’ অফার
প্রথম আলো ডটকমের আয়োজনে চলছে ‘অনলাইন রেফ্রিজারেটর মেলা ২০২৪’। মেলা উপলক্ষে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকা ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট লিমিটেড দিচ্ছে সর্বাধুনিক টেকনোলজির স্মার্ট ফিচারযুক্ত এবং স্টাইলিশ ডিজাইনের আকর্ষণীয় সব রেফ্রিজারেটর।
মেলার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে কনকা রেফ্রিজারেটরের ‘চিল সব ডিল’ নামে একই সঙ্গে সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি থাকছে স্ক্র্যাচ কার্ড ঘষে গোল্ড জুয়েলারিসহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ।
ইলেক্ট্রোমার্ট লিমিটেড গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল আফছার জানান, বিশ্বসেরা ব্র্যান্ড কনকা ইলেকট্রনিকসের ফ্রিজ-টিভি ইতিমধ্যে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ঘরে পৌঁছে গেছে। সেই ধারাবাহিকতায় গত দুই দশকের বেশি সময় ধরে কনকা ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সসামগ্রী এ দেশের গ্রাহকদের মধ্যেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
নুরুল আফছার আরও বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকার ইলেকট্রনিকসামগ্রী পৌঁছে যাচ্ছে খুব সহজেই। আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থার কারণেই তা সম্ভব হয়েছে। কনকা ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের বিশেষ ফিচার, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছে।’
কনকা ইলেকট্রনিকসের প্রতিটি পণ্যই সুলভ মূল্যের, সহজে ব্যবহারযোগ্য, পরিবেশবান্ধব এবং গ্রাহকদের চাহিদা ও মননশীলতার সঙ্গে মানানসই করে ডিজাইন করা হয়। বিশ্বের সর্বাধুনিক টেকনোলজিতে তৈরি কনকার রেফ্রিজারেটর ও ফ্রিজারে রয়েছে এমন সব বিশেষ ফিচার, যা বাজারের অন্য ফ্রিজগুলোতে নেই।
এর উল্লেখযোগ্য ফিচারগুলো হচ্ছে ব্লু-জোন অ্যান্ড ভিটামিন ফ্রেশ টেকনোলজি, ফেস-আপ ফোমিং টেকনোলজি, অ্যাকটিভ কার্বন ডিওডোরাইজার, হিউমিডিটি কন্ট্রোলার, অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাস্কেট, ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট ইনভার্টার টেকনোলজি, সুপ্রিম ফ্রিজিং ক্যাপাসিটি, কনকা ডিপ ফ্রিজার অটো টেকনোলজি ইত্যাদি।
কনকা রেফ্রিজারেটরে যুক্ত করা হয়েছে স্মার্ট ইনভার্টার টেকনোলজি, যা বিদ্যুৎ সাশ্রয় করে ফ্রিজের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। কনকার অ্যাকটিভেটেড কার্বন ডিওডোরাইজার মূলত ব্যাকটেরিয়াকে ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত ডিঅ্যাকটিভ করে খাবারের গুণগত মান ঠিক রাখে। ফলে এক খাবারের গন্ধ অন্য খাবারে যায় না।
তা ছাড়া কনকা রেফ্রিজারেটরের গার্ডেন ফ্রেশ টেকনোলজি খাবারকে ভালো রাখে দীর্ঘদিন। ওয়াইডেস্ট ও ডিপেস্ট ডিজাইন থাকার কারণে অন্যান্য ফ্রিজের তুলনায় কনকা রেফ্রিজারেটরের ভেতরের জায়গা একটু বেশিই পাওয়া যায়। তাই মাছ, মাংস, সবজি, ফল—যা-ই কিনুন না কেন, সব বাজার একসঙ্গে সংরক্ষণ করা সম্ভব।
কনকা রেফ্রিজারেটরে খাবারের গুণাগুণ এবং হেলথ বেনিফিট অক্ষুণ্ন রাখতে ১০০ শতাংশ ফুড গ্রেডেড প্লাস্টিক ব্যবহার করা হয়। কনকা ফ্রিজারের ‘ট্রিপল মোড ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল’ একই সঙ্গে রেফ্রিজারেটর, ফ্রিজার এবং সুপারকুল সুবিধা নিশ্চিত করে। এ ছাড়া নান্দনিক ডিজাইনসমৃদ্ধ পুশ-পুল গ্লাস তো রয়েছেই।
অত্যাধুনিক ফিচার, আকর্ষণীয় ডিজাইন আর গ্রাহকের আস্থায় ইলেক্ট্রোমার্ট লিমিটেডের অন্যতম ব্র্যান্ড এগিয়ে যাবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।