কাল স্পেনে মোটরস্পোর্ট গেমস, অংশ নিচ্ছে বাংলাদেশ দল

এফআইএ মোটরস্পোর্ট গেমস ২০২৪-এ বাংলাদেশ দল। (বাঁ দিক থেকে) ফাহাদ গফুর, অভিক আনোয়ার, আজমালুর হোসেন, কাশফিয়া আরফা, আরহাম রহমান, বাহুল চক্রবর্তী, মাহির আহমেদ ও আসিফ হোসেন। আজ বৃহস্পতিবার স্পেনের ভ্যালেন্সিয়ায়ছবি: অভিক আনোয়ারের সৌজন্যে

স্পেনের ভ্যালেন্সিয়ায় আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ‘এফআইএ মোটরস্পোর্ট গেমস ২০২৪’। মোটর কার রেসিংয়ের বিশ্বকাপ হিসেবে পরিচিত এই প্রতিযোগিতায় ৮২টি দেশের রেসাররা অংশ নিচ্ছেন। মোটর রেসের বৈশ্বিক কর্তৃপক্ষ ফ্রান্সভিত্তিক ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইল (এফআইএ) আয়োজিত এ প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো দল হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করছে। এফআইএ মোটরস্পোর্ট গেমসে বেশ কয়েকটি শ্রেণিতে প্রতিযোগিতা হবে। সত্যিকারের মোটর রেসিংয়ের পাশাপাশি ই-স্পোর্টস শ্রেণিতে কম্পিউটার সিম্যুলেশনে রেসিং প্রতিযোগিতাও হবে। তিন দিনের প্রতিযোগিতা শেষ হবে আগামী রোববার।

গত মঙ্গলবার বাংলাদেশ দল স্পেনে পৌঁছেছে। মোটরস্পোর্ট গেমসে বাংলাদেশের পাঁচজন অংশ নিচ্ছেন। দলনেতা হিসেবে রয়েছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ মোটর রেসার অভিক আনোয়ার। আজ বিকেলে ভ্যালেন্সিয়া থেকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের তিনজন মোটর রেসে অংশ নেবেন। আর দুজন অংশ নেবেন ই-স্পোর্টসে খেলবেন। কম্পিউটারে গেমসে বিশ্বের দ্রুতগতির সব গেমাররা ই-স্পোর্টসে অংশ নেবেন। দলগতভাবে আমরা প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছি। যাঁর যাঁর ইভেন্টে সবাই ভালো করবেন—এই প্রত্যাশা করি।’

৩৮ বছর বয়সী অভিক আনোয়ার অংশ নেবেন সার্কিট বিভাগে টুরিং কার শ্রেণিতে। প্রতিযোগিতায় এটি সবচেয়ে কঠিন রেস। অভিক বললেন, ‘এটা আমার জন্য একদম নতুন ট্র্যাক। তবে আশা করছি, পঞ্চম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকব।’ অভিকের এটি ১৩৫তম মোটর রেস।

২০ বছর বয়সী মোটর রেসার অস্ট্রেলিয়াপ্রবাসী আরহাম রহমান ও দেশের নারী মোটর রেসার কাশফিয়া আরফা (২১) জুটি হিসেবে স্লালোম বিগিনার মোটরস্পোর্টসে অংশ নেবেন। রেসে দুজনের পারফরম্যান্স গড় করে ফলাফল হবে। আরহাম ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রান্সের মার্সেইতে অনুষ্ঠিত মোটরস্পোর্ট গেমসে অংশ নেন। সেবার তিনি ই-স্পোর্টস রেসিং করেছিলেন। এবার তিনি ও কাশফিয়া প্রাথমিক পর্যায়ের মোটর রেসে অংশ নিচ্ছেন। বাংলাদেশের রাহুল চক্রবর্তী (২৭) ও মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি ফাহাদ গফুর (৩৮) প্রতিযোগিতা করবেন। রাহুল ই-রেসিংয়ে অ্যাসেটো করসা গেম ও ফাহাদ গফুর ই-স্পোর্টস বিভাগে আই রেসিং গেম খেলবেন।

বাংলাদেশের মোটর রেসিং কর্তৃপক্ষ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি) প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল গঠন করছেন। দলের সঙ্গে আছেন এএবির সভাপতি আজমালুল হোসেন। ভ্যালেন্সিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে আরও আছেন টিম ম্যানেজার আফিস হোসেন ও সহকারী টিম ম্যানেজার মাহির আহমেদ।