প্রধান বিচারপতির নির্দেশে স্মারকলিপিটি পাঠানো হলো তদন্ত কমিশনে

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদফাইল ছবি

গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকাসংবলিত স্মারকলিপির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা সরকার গঠিত তদন্ত কমিশনে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর ধারাবাহিকতায় স্মারকলিপিটি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশনে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৮ আগস্ট প্রধান বিচারপতি বরাবর ‘গুম বা অপহরণ হওয়া ব্যক্তিদের জীবিত ফেরত ও নির্যাতনের বিরুদ্ধে বিচার পাওয়া প্রসঙ্গে’ শীর্ষক স্মারকলিপিটি দেওয়া হয়। ‘গুম পরিবারের সদস্যদের’ পক্ষে প্রধান সমন্বয়ক উল্লেখ করে মো. বেল্লাল হোসেন ওই স্মারকলিপি দেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা চিঠিসহ স্মারকলিপিটি তদন্ত কমিশনে পাঠানো হয়েছে। স্মারকলিপিতে গুমের অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা গ্রহণ, গুমের শিকার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি খরচে মামলা পরিচালনার সুযোগসহ আটটি বিষয়ে প্রধান বিচারপতির সহযোগিতা চাওয়া হয়েছে। স্মারকলিপিতে বিভিন্ন সময়ে গুম হওয়া ৬৪ জন ব্যক্তির ছবি ও নাম-ঠিকানা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে সরকার। ওই কমিশন গঠনের বিষয়ে গত ২৭ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগের বিজ্ঞপ্তির ভাষ্য, গুম হওয়া ব্যক্তিদের তালিকাসহ স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো এ-সংক্রান্ত গঠিত কমিশনের তদন্তে সহায়ক হতে পারে। কমিশনের কার্যপরিধিতে গুমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছে। তাই প্রধান বিচারপতি গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকাসংবলিত ওই স্মারকলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিশনের সভাপতির কাছে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন