চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে ঢুকে যুবক আটক, গিয়েছিলেন ‘টিকটক করতে’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলের ভেতর থেকে এক যুবককে আটক করে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম আবদুর রহিম (২৪)। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর বজলুল করিম গ্রামের বাসিন্দা।
জানা যায়, আবদুর রহিম টিকটক ভিডিও বানানোর জন্য ওই হলে ঢুকে পড়েছিলেন। একটি ভিডিও ধারণ করছিলেন। পরে হলের আবাসিক শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যান।
আটকের পর ওই যুবকের কাছ থেকে ১০টি নিবন্ধিত মুঠোফোনের সিম উদ্ধার করে প্রক্টরিয়াল বডি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুরের দিকে জননেত্রী শেখ হাসিনা হলে একজন প্রহরী দায়িত্ব পালন করেন। ঘটনার সময় ওই প্রহরী পানির মোটর চালু করতে হলের ভেতরে গিয়েছিলেন। সেই সুযোগে প্রধান ফটক পেরিয়ে হলের ভেতর ঢুকে পড়েন আবদুর রহিম। দ্বিতীয় তলা থেকে তাঁকে আটক করেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘ওই যুবক টিকটক ভিডিও করতে হলের ভেতর ঢুকেছিলেন। একটি ভিডিও ধারণ করেছিলেন। তবে তিনি হলের কোনো শিক্ষার্থীর ভিডিও করেননি। ওই যুবককে আটকের পর ছাত্রীরা বিষয়টি জানানোর কিছুক্ষণের মধ্যেই প্রক্টরিয়াল বডি সেখানে পৌঁছায়।’
সহকারী প্রক্টর নুরুল হামিদ আরও বলেন, ‘আটকের পর ওই যুবককে আপাতত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। রোববার (আজ) তাঁর (আবদুর রহিম) বাবাকে আসতে বলা হয়েছে। তখন আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’