গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, জড়িতদের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলীকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় শওকত আলী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য, গতকাল বিকেলে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলায় সংগঠনটির ক্রীড়া সম্পাদক শওকত আলী নিহত হন। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এতে সাংবাদিকসহ আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন