ভূমিজ ও ডমেক্স-এর যৌথ যুদ্ধ: পাবলিক টয়লেট বনাম পাব-লিক-এর টয়লেট

রাজধানীর বাসিন্দারা নানা রকম নাগরিক সমস্যার মুখোমুখি হন। এর মধ্যে অন্যতম হলো অনেকেরই বদভ্যাস পাবলিক টয়লেট ব্যবহার না করে যেখানে–সেখানে মূত্রত্যাগ। অন্যদিকে ঢাকায় প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পাবলিক টয়লেটও নেই। এ ছাড়া অনেক ভাসমান মানুষও রয়েছেন, যাঁদের বসবাসই রাস্তায়।

এ সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট ক্লিনার ব্র্যান্ড ‘ডমেক্স’। স্যানিটেশন সল্যুশনদাতা প্রতিষ্ঠান ‘ভূমিজ’র সঙ্গে যৌথভাবে ব্র্যান্ডটি একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করে। এর স্লোগান ‘বন্ধ করুন পাব-লিক-এর টয়লেট, ব্যবহার করুন পাবলিক টয়লেট’। যেখানে–সেখানে মূত্রত্যাগ না করার আহ্বান জানানো এবং এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই ক্যাম্পেইনটির কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা। তাঁরা হলেন রাবা খান, ‘বাপ কা ব্যাটা’খ্যাত শুভাশিস ভৌমিক, ‘থটস অব শামস’খ্যাত শামস আফরোজ চৌধুরী এবং ‘কেটো ভাই’ ওরফে মাশরুর ইনান।

তাঁরা সবাই নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘পাব-লিক–এর টয়লেট’ বন্ধের দাবি জানান। এই দাবির মাধ্যমেই শুরু হয় ক্যাম্পেইনটি। এরপরই তাঁদের ফ্যান-ফলোয়ারদের মনে তৈরি হয় নানা প্রশ্ন ও আগ্রহ।

ইতিমধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাবলিক টয়লেট তৈরি করেছে ভূমিজ। আর এই পাবলিক টয়লেটকে ক্লিন রাখছে ‘ডমেক্স টয়লেট ক্লিনার’। পরিষ্কার ও দুর্গন্ধহীন এই টয়লেট নারী-পুরুষনির্বিশেষে ব্যবহার করতে পারছেন। ভূমিজ ও ডমেক্স টয়লেট ক্লিনার বিশ্বাস করে, তাদের এই উদ্যোগের কারণে অন্যরাও পাবলিক টয়লেট নির্মাণে এগিয়ে আসবে। ফলে রাস্তাঘাটে, যেখানে–সেখানে মলমূত্র ত্যাগের অভ্যাস কমে আসবে। এই উদ্যোগের ফলে ঢাকা হবে দুর্গন্ধ ও দূষণমুক্ত।