এইচএসসি পরীক্ষায় বসার অনুমতি পেলেন ১৪৮ শিক্ষার্থী

হাইকোর্ট ভবনফাইল ছবি

প্রবেশপত্র ইস্যু করে চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) বসার অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ চার বিবাদীর প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। প্রবেশপত্র ইস্যু করে এইচএসসি পরীক্ষায় বসার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে মিফতাহুল জান্নাতসহ ১৪৮ শিক্ষার্থী ওই রিটটি করেন।  

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস, সঙ্গে ছিলেন আইনজীবী কামরুল বিন আজাদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী নিখিল কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘২ জুন ফরম পূরণের শেষ দিন ছিল। এর আগে তাঁরা অনলাইনে ফরম (ইএফএফ) পূরণ করেন। ১৪৮ শিক্ষার্থী বোর্ড নির্ধারিত টাকা জমা দেন। তবে কলেজ কর্তৃপক্ষের ফি বাবদ তাঁদের কিছু টাকা বাকি ছিল। পরে এই টাকাও তাঁরা পরিশোধ করেন। এই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ১২ জুন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে লিখিত আবেদন পাঠায়। শিক্ষার্থীরাও বোর্ডে আবেদন করেন। তবে শিক্ষা বোর্ড ২৩ জুন মৌখিকভাবে জানায় যে ১৪৮ শিক্ষার্থীর চূড়ান্ত ফরম পূরণের সুযোগ নেই। এ অবস্থায় মানবিক কারণে প্রবেশপত্র ইস্যু করে তাঁদের এইচএসসি পরীক্ষায় বসার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে তাঁরা আজ রিটটি করেন।’