জাপানের স্পিকারের সঙ্গে শিরীন শারমিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাপানের পার্লামেন্ট ডায়েটের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিরোইউকি হসোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার ডায়েটে অবস্থিত স্পিকার্স কনফারেন্স কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দুই স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফর, জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর, বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ নানা বিষয়ে আলোচনা করেন।
এ সময় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়নসহ নানা খাতে জাপানকে অধিক বিনিয়োগের আহ্বান জানান শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফর দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। রাজধানীর মেট্রোরেল প্রকল্প জাপান-বাংলাদেশ সম্পর্কের অনন্য মাইলফলক।
সাক্ষাৎ শেষে শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল জাপানের পার্লামেন্ট পরিদর্শন করে। পরিদর্শনের সময় ডায়েটের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা শিরীন শারমিন চৌধুরীকে জাপানের সংসদীয় কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।
এ ছাড়া টোকিওর হেটেল ক্যাপিটলে শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট আসো তারো। এরপর ডায়েটের উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলরসের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিরীন শারমিন চৌধুরী।