এ কে স্কয়ার: অনন্য এক বাণিজ্যিক স্থাপনা
১৯৯৬ সালে শুরু। দীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে জীবনযাপনের জন্য সেরা আবাসন নির্মাণ করছে ‘র্যাংগস প্রোপার্টিজ লিমিটেড’। ঢাকার ধানমন্ডি ২ নম্বর রোডে অবস্থিত র্যাংগস প্রোপার্টিজ লিমিটেডের বহুতল ভবন এ কে স্কয়ার। ভবনটি আধুনিক বাণিজ্যিক স্থাপনা এবং উন্নত সুযোগ-সুবিধার এক অনন্য নিদর্শন। এ কে স্কয়ারের অবস্থান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সর্বোত্তম সুবিধা ও সম্ভাবনা নিশ্চিত করে।
১৩ তলাবিশিষ্ট এই বাণিজ্যিক ভবনে রয়েছে ১ হাজার ৮০৫ থেকে ৭ হাজার ৭২৯ বর্গফুটের বহুমুখী স্পেস, যা বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের জন্য উপযোগী। দ্রুতগতির এসকেলেটর, প্রশস্ত অফিস স্পেস, অত্যাধুনিক এলিভেটর, আধুনিক অগ্নিনির্বাপকব্যবস্থা এবং ডাবল-হাইট ফাইন ডাইনিং টেরেস থেকে শুরু করে রয়েছে ক্যাফে ও ডেজার্ট বার। এ ছাড়া ভবনটিতে ১০০টি গাড়ি রাখার জন্য পার্কিং সুবিধা এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, যা ব্যবসার জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে।
এ কে স্কয়ারের ডাবল-হাইট টেরেস থেকে ধানমন্ডির মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। ভবনের অত্যাধুনিক অবকাঠামো, সবুজে ঘেরা রুফটপ গার্ডেন এবং সম্মুখের আলোকসজ্জা মুগ্ধ করবে সবাইকে।
এ ছাড়া এর বিস্তৃত কাচের দেয়াল বাইরের প্রাকৃতিক আলোকে অভ্যন্তরে নিয়ে আসে, যা কর্মস্থলকে করে তোলে আরও উজ্জ্বল ও উন্মুক্ত। উন্নত শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা কর্মক্ষেত্রে আরাম ও কার্যকারিতাকে বৃদ্ধি করে বহুগুণে। সব মিলিয়ে এ কে স্কয়ার শহরের আধুনিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এক নতুন মাইলফলক স্থাপন করেছে।