যুগান্তরের সাংবাদিক হাবিবুর রহমান আর নেই
দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমানের সহকর্মী তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বিকেল চারটার দিকে নিজ বাসায় অসুস্থ বোধ করেন হাবিবুর। হঠাৎ বমি শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, হাবিবুর মারা গেছে।
হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। পড়ালেখা শেষে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন। তিনি জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।