দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে
বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এই আদেশ দেন। বিমানবন্দর থানায় করা স্কুলছাত্র সজীব হত্যাচেষ্টা মামলায় গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
আরিফ হাসানকে আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, সজীব হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে আসামি জড়িত নন। তিনি ঘটনার সময় বিদেশে ছিলেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আরিফ হাসানকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকায় গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির ছাত্র সজীব। এ ঘটনায় গতকাল সজীবের বাবা সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আরিফ হাসানসহ ১৫ জনকে আসামি করা হয়।