সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ ডিসেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

বিএনপি সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফাইল ছবি

বিএনপি সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি দেন। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি। এ ছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে বিএনপি। বিস্তারিত পড়ুন...

এক ভবন উদ্বোধনেই সাড়ে ৪৪ লাখ টাকা খরচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের নতুন একাডেমিক ভবন। সম্প্রতি তোলা
প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভবন উদ্বোধনেই ৪৪ লাখ ৫৫ হাজার টাকা খরচ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ খরচ দেখানো হয়েছে। তবে এ খরচ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে নানা সমালোচনা। বিস্তারিত পড়ুন...

বিজয় দিবসের রাতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

বিজয় দিবসের রাতে ঐতিহাসিক জয়ের পর জাতীয় পতাকা হাতে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল
বিসিবি

২৪ ওভার শেষে ৯২ রান; শীর্ষ ৬ ব্যাটারকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন ধুঁকছে। আর যা–ই হোক, যেকোনো পর্যায়ের ৫০ ওভারের ক্রিকেটে এ ধরনের পরিস্থিতি থেকে ২৫১ রান তাড়া করে জেতা যেকোনো দলের পক্ষে কঠিন ব্যাপার। বিস্তারিত পড়ুন...

‘ভুল করে’ হামাসের কাছে থাকা তিন জিম্মিকে হত্যা করল ইসরায়েল

হামাসের কাছে জিম্মি থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ। ১৫ ডিসেম্বর, তেল আবিব, ইসরায়েল
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় হামাসের কাছে জিম্মি তিনজনকে ‘ভুল করে’ নিজেরাই হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় অভিযান চালানোর সময় পরিচয় শনাক্ত করতে না পারায় এমন ভুল হয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এমন ভুলের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

‘শিসকন্যা’ অবন্তি বিয়ে করলেন লন্ডনপ্রবাসীকে

বিয়ের আসরে অবন্তি সিঁথি ও অমিত দে
ছবি : মনজুর কাদের

কলকাতার টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিলেন জামালপুরের মেয়ে অবন্তি সিঁথি। মাঝপথে বাদ পড়লেও গানের পাশাপাশি তবে শিস বাজিয়ে মুগ্ধ করেন অবন্তি। পেয়েছিলেন ‘শিসকন্যা’ তকমা। গায়িকা অবন্তি হুট করেই তাঁর বিয়ের ঘোষণা দেন। বিস্তারিত পড়ুন...