আইকন গ্রুপের এমডি নুরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আদালতপ্রতীকী ছবি

বেসরকারি আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েছেন। নুরুল হুদাসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। দুদক লিখিতভাবে আদালতকে জানিয়েছে, নুরুল হুদা বিদেশে পালিয়ে যেতে পারেন। এ জন্য তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন।

দুদক সূত্র বলছে, আইকন গ্রুপের নুরুল হুদার বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নুরুল হুদার গ্রামের বাড়ি নাটোরে। জমি ও ফ্ল্যাটের জন্য গ্রাহকের কাছ থেকে অর্থ নিলেও গ্রাহককে তাঁদের সম্পদ বুঝিয়ে দেওয়া হয়নি।