গুলশান-২ বাটারফ্লাই শোরুমে ‘হায়ার কম্বি সিরিজ ওয়াশিং মেশিন’ উদ্বোধন
মেজর হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টে বিশ্বের ১ নম্বর ব্র্যান্ড হিসেবে স্বীকৃত কোম্পানি হায়ার। ঢাকার গুলশান-২-এ অবস্থিত বাটারফ্লাইয়ে তাদের নতুন পণ্য ‘কম্বি সিরিজ’ ওয়াশার ড্রায়ার কম্বো ওয়াশিং মেশিন উদ্বোধন করেছে।
গত বৃহস্পতিবার এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ডিরেক্টর (অপারেশনস) মাহবুব-উর রহমান সজীব, প্রোডাক্ট গ্রুপ হেড মেসবাহ উদ্দিন সরকারসহ হায়ার ও বাটারফ্লাইয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
কম্বি সিরিজ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্সের জগতে শুরু হতে যাচ্ছে একটি নতুন যুগ। ক্রেতারা একই মেশিনে কাপড় পরিষ্কার করা ও কাপড় সম্পূর্ণভাবে শুকানোর সুবিধা পাবেন এই ওয়াশিং মেশিনে। এ ছাড়া এতে রয়েছে ডিরেক্ট মোশন মোটর, ৫২৫ সুপার ড্রাম, ওয়াই-ফাই অপারেশনসহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি।
এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ওয়াশিং মেশিন, যা সেন্সরের মাধ্যমে কাপড়ের ধরন নির্বাচন করে কাপড়কে সম্পূর্ণভাবে পরিষ্কার ও শুকাতে সাহায্য করবে। ১০ দশমিক ৫ কেজি ক্যাপাসিটির এই অত্যাধুনিক মেশিনের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৯০০ টাকা। বাটারফ্লাই ছাড়াও এই ওয়াশিং মেশিন পাওয়া যাবে ট্রান্সকম ডিজিটাল শোরুম, হায়ারের নিজস্ব শোরুম এবং অনুমোদিত ডিলার পয়েন্টে।