নারায়ণগঞ্জে ‘সারা’র নতুন আউটলেট

নারায়ণগঞ্জে ‘সারা’ লাইফস্টাইলের আউটলেট উদ্বোধন করা হয়েছে। যেখানে থাকছে শিশু, বয়স্কসহ সব বয়সী ক্রেতার জন্য পোশাকছবি: বিজ্ঞপ্তি

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জেলা শহর ছাড়িয়ে এবার নারায়ণগঞ্জে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ ও ‘ঢেউ’। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল ‘সারা’র এই নতুন আউটলেটটি।

টিএসএন প্লাজা ১৪৫/০৪ (নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে), বঙ্গবন্ধু রোডের ‘সারা’ লাইফস্টাইলের এই আউটলেটে থাকছে শিশু, বয়স্কসহ সব বয়সী ক্রেতার জন্য পোশাক। প্রায় সহস্রাধিক রং ও ডিজাইনের ভিন্নতা থাকছে সারার পোশাকের আয়োজনে।

এখানে হালকা ও ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাকের সম্ভার রয়েছে। সময়োপযোগী ব্যতিক্রম ডিজাইন, ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী মূল্যে পোশাক কেনাকাটার পাশাপাশি শিশুদের খেলার জন্য আউটলেটে রয়েছে কিডস প্লে জোন। অভিভাবকেরা শিশুদের রেখে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবেন।

এ ছাড়া নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা পোশাকের সমারোহ রয়েছে ‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশনে। ঢেউয়ের সংগ্রহে পুরুষ ও নারীদের জন্য থাকছে নানা ডিজাইনের পণ্য। যেগুলো স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা।

নারায়ণগঞ্জের এই আউটলেট চালুর মাধ্যমে সারা দেশে মোট ১৫টি আউটলেট হলো সারার। ঢাকার মিরপুর, বসুন্ধরা সিটি, উত্তরা, মোহাম্মদপুর, বারিধারা, বনশ্রী, ওয়ারি ও বাসাবোয় আউটলেট রয়েছে। ঢাকার বাইরে সারার আউটলেট রয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী ও বরিশালে।