ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টসে বিনিয়োগের সেরা সুযোগ

মাত্র পাঁচ লাখ টাকায় ইডেন বে প্রকল্পগুলোর শেয়ার কেনার সুযোগ রয়েছে।

‘ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড’ ভাইয়া গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বাংলাদেশের পর্যটন এবং আতিথেয়তা খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নির্মাণ করছে ‘ইডেন বে হোটেল প্রকল্প’। কক্সবাজারের কলাতলীতে অবস্থিত এই ফাইভ স্টার হোটেলটি দেশি-বিদেশি পর্যটকদের উপহার দেবে বিলাসবহুল অবসরযাপনের সুযোগ। চাইলে আপনিও প্রকল্পটিতে বিনিয়োগ করতে পারেন।

কক্সবাজার প্রকল্পের মতো ‘ইডেন বে কুয়াকাটা’ নামে আরেকটি হোটেল-প্রকল্প নির্মিত হবে ‘সাগরকন্যা’খ্যাত কুয়াকাটার লেবুতলায়। সাড়ে পাঁচ বিঘা জমির ওপর নির্মিত হবে এই প্রকল্প।

মাত্র পাঁচ লাখ টাকায় ইডেন বে প্রকল্পগুলোর শেয়ার কেনার সুযোগ রয়েছে। প্রতিবছর ১৫ থেকে ২০ শতাংশ মুনাফা আয় করার সম্ভাবনা নিয়ে এ প্রকল্পটি আকর্ষণীয় বিনিয়োগের একটি বড় সুযোগ। এর সঙ্গে রয়েছে নিবন্ধিত দলিল পাওয়ার নিশ্চয়তা, যা আইনগতভাবে সম্পূর্ণ নিরাপদ।

এই আর্থিক লাভ ছাড়াও মালিকেরা বছরে বিলাসবহুল ছুটি কাটানোর সুযোগ পাবেন তাঁদের নিজস্ব হোটেলে। এ ছাড়া ভাইয়া গ্রুপ সম্পত্তি পুনর্বিক্রয় বা স্থানান্তরের জন্য সহজ সমাধান প্রদান করে। প্রথম আলো ডটকম আয়োজিত অনলাইন ট্যুরিজম মেলা উপলক্ষে এই প্রকল্প দুটিতে বিনিয়োগ করলেই থাকবে ৩০ শতাংশ ছাড়।

‘ইডেন বে কুয়াকাটা’ নামে আরেকটি হোটেল-প্রকল্প নির্মিত হবে ‘সাগরকন্যা’খ্যাত কুয়াকাটার লেবুতলায়।

শিল্প থেকে শুরু করে আবাসন এবং আতিথেয়তার ব্যবসা পর্যন্ত ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে অগ্রগতির মশালবাহক হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিটি নতুন প্রকল্পের মাধ্যমে গ্রুপটি নিজেদেরই ছাড়িয়ে যাচ্ছে। ভাইয়া গ্রুপ বিশ্বাস করে, সমৃদ্ধি শুধু মুনাফার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নপূরণের প্রতিশ্রুতিও বটে।