বসে মুঠোফোন দেখছিলেন, হঠাৎ বুকে পিস্তল ঠেকিয়ে গুলি

কলেজছাত্র তৌহিদুল ইসলামের (১৮) সঙ্গে কারও শত্রুতা আছে বলে পরিবারের সদস্যরা মনে করতে পারছেন না। প্রতিদিনের মতো রাতে ঘর থেকে বেরিয়ে নদীর ধারে বসে মুঠোফোন দেখছিলেন তিনি। এ সময় হঠাৎ এক যুবক এসে তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে চলে যান। গুরুতর আহত ও গুলিবিদ্ধ তৌহিদুল এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা চিতাখোলা বাজারের পাশে কর্ণফুলী নদীর পাড়ে গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তৌহিদুল সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিতাখোলা এলাকার জসিম উদ্দিনের ছেলে ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, এলাকায় সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত এমন একজন তৌহিদুলকে গুলি করেছেন। অভিযুক্ত যুবকের নাম মো. ইফতেখার। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ইফতেখার এ ঘটনা ঘটিয়েছেন বলে শুনেছি। থানায় মামলা নেওয়া হবে। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।’

আহত তৌহিদুলের স্বজনেরা জানান, রাতে সরফভাটা চিতাখোলা বাজারের পাশে কর্ণফুলী নদীর পাড়ে বসে মুঠোফোন দেখছিলেন তৌহিদুল। এ সময় অভিযুক্ত ইফতেখার অস্ত্র নিয়ে তাঁর কাছে যান এবং কিছু বুঝে ওঠার আগেই তাঁর বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যান। তৌহিদুলের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তাই কী কারণে এ ঘটনা ঘটাল স্বজনেরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুদ্দিন আজম বলেন, কিছুদিন আগেও অভিযুক্ত ইফতেখার তুচ্ছ ঘটনায় দলবল নিয়ে একজনের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। এলাকার শান্তি–শৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জরুরি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরফভাটার ৮ নম্বর ওয়ার্ডে ইদানীং মাদক সেবন ও মাদক ব্যবসা করছে একটি সন্ত্রাসী দল। প্রকাশ্যে অস্ত্র মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করছে তারা। এলাকায় বেড়েছে লুটপাট, চুরি-ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ড।