আহত হাতিটিকে নেওয়া হলো বন্য প্রাণী হাসপাতালে, চলছে চিকিৎসা
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত বন্য হাতিটির ঠাঁই হয়েছে কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালে। হাতিটিকে সেখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে রেলওয়ের একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে আসে। বন বিভাগের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ছয়টার দিকে হাতিটিকে টেনে ট্রেনে তোলেন। এরপর চকরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে রিলিফ ট্রেনটি। সকাল নয়টার দিকে ট্রেনটি চকরিয়া স্টেশনে পৌঁছায়। পরে হাতিটিকে একটি ট্রাকে তুলে বন্য প্রাণী হাসপাতালে নেওয়া হয়।
ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন প্রথম আলোকে বলেন, অপ্রাপ্তবয়স্ক স্ত্রী হাতিটির বয়স ৮ থেকে ১০ বছর। একটি স্ত্রী হাতি ১৪ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। এরপর হাতিটি নিচে গড়িয়ে পড়ে। এতে হাতিটির মেরুদণ্ড ভেঙে যায় এবং মাথায় আঘাত পায়।
সাজ্জাত মো. জুলকার নাইন আরও বলেন, ‘হাতিটি স্বাস্থ্যবান, তবে প্রচুর রক্তপাত হয়েছে। হাতিটির অবস্থা তাই এখন গুরুতর। যন্ত্রণার কারণে খাবার খাচ্ছে না। এতে আরও দুর্বল হয়ে পড়ছে এবং উত্তেজনা কমে গেছে। এখন স্যালাইন চলছে। আমরা হাতিটিকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’
গত রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়। লোহাগাড়া উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের এলিফ্যান্ট ওভারপাসের (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) উত্তর পাশে এ ঘটনা ঘটে।