স্যামসাংয়ের নতুন সিরিজের টিভিতে বিশ্বকাপের আনন্দ

এশিয়া কাপের রোমাঞ্চকর সব মুহূর্তের স্মৃতি এখনো রোমন্থন করে যাচ্ছে ক্রিকেট–বিশ্ব। সেই রেশ কাটতে না কাটতেই আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। বড় বড় টুর্নামেন্টের এমন টানা সূচিতে ক্রিকেট ফ্যানদের ফুসরত কোথায় অন্য কিছু নিয়ে ভাববার?

এখন তো সময় শুধু সোফা, কাউচ বা ম্যাট্রেসে বসে নরম বালিশে হেলান দিয়ে টিভির সামনে বসে ক্রিকেট উপভোগের। সঙ্গে পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে তুমুল আলোচনা আর খেলা ও খেলোয়াড়দের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ। এ সময় বিশ্বকাপের মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তুলতে অনেকেই অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন টিভি কেনার কথা ভাবছেন, যেন মাঠে উপস্থিত থেকে খেলা দেখতে না পারলেও স্বাচ্ছন্দ্যে খেলা দেখার ক্ষেত্রে কোনো কমতি না হয়। বিশ্বকাপের জমজমাট মুহূর্তগুলো যেন মাঠ থেকে টিভির পর্দায় জীবন্ত হয়ে উঠে আসে বাসার ড্রয়িংরুমে!

টিভির অনেক নতুন ও প্রথম উদ্ভাবনের সঙ্গে জড়িয়ে আছে স্যামসাংয়ের নাম। এর ধারাবাহিকতায় ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপের রোমাঞ্চকে ভিন্ন মাত্রা দিতে ব্র্যান্ডটি সম্প্রতি উন্মোচন করেছে এর ‘সি-সিরিজের’ নতুন সব মডেল

ক্রিকেট ফ্যানদের এ প্রত্যাশা পূরণে আগ্রহের কমতি নেই টিভি ব্র্যান্ডগুলোর মধ্যেও। ক্রেতাদের আধুনিক সব ফিচার, ঝকঝকে ছবি এবং স্পষ্ট ও জোরালো শব্দের নিশ্চয়তা দিতে টিভি ব্র্যান্ডগুলোও উন্মোচন করছে নতুন সব সিরিজের নতুন সব মডেল। বহুদিন ধরেই বিশ্বজুড়েই টিভির বাজারে উদ্ভাবন ও নতুনত্ব দিয়ে ক্রেতাদের মন জয় করে প্রাধান্য বিস্তার করে আসছে স্যামসাং। টিভির অনেক নতুন ও প্রথম উদ্ভাবনের সঙ্গে জড়িয়ে আছে স্যামসাংয়ের নাম। এর ধারাবাহিকতায় ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপের রোমাঞ্চকে ভিন্ন মাত্রা দিতে ব্র্যান্ডটি সম্প্রতি উন্মোচন করেছে এর ‘সি-সিরিজের’ নতুন সব মডেল। দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং সি-সিরিজের নিয়ো কিউএলইডি ফোর-কে, কিউএলইডি ও ফোর-কে ইউএইচডি টিভির বিভিন্ন ইঞ্চি ও মডেলের আধুনিক ফিচার সমৃদ্ধ টিভি, যা ক্রিকেট ফ্যানদের খেলা দেখার উত্তেজনাকে বাড়িয়ে তুলবে বহুগুণে।

স্যামসাং নিউ কিউএলইডি ফোর-কে সেগমেন্টের কিউএন ৮৫সি মডেলের ৭৫, ৬৫ ও ৫৫ ইঞ্চি টিভির ফিচারের মধ্যে রয়েছে কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি, নিউরাল কোয়ান্টাম প্রসেসর, শতভাগ কালার ভলিউম ও নিয়োস্লিম ডিজাইন, যা টিভি দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি বাড়াবে রুমের সৌন্দর্যও।

অন্যদিকে স্যামসাং সি-সিরিজের কিউএলইডি সেগমেন্টের কিউ ৬০সি মডেলের ৬৫ ও ৫৫ ইঞ্চির টেলিভিশন পাওয়া যাচ্ছে বাজারে। এ মডেলের বিশেষত্ব হচ্ছে, শতভাগ কালার ভলিউম এবং এআই কোয়ান্টাম প্রসেসর, যা খেলাসহ টিভির যেকোনো কনটেন্টকে ফোর-কে কোয়ালিটির ছবিতে রূপান্তরিত করবে এবং এয়ার স্লিম ডিজাইনের পাশাপাশি থাকছে স্মুথ ও ফাস্ট টিভি ইন্টারফেস।

আর এই ব্র্যান্ডেরই সি-সিরিজের ফোর-কে ইউএইচডি টিভির সিইউ ৮০০০ মডেলের পাওয়া যাচ্ছে চারটি সাইজ—যথাক্রমে ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি। আর ফোর-কে ইউএইচডি টিভির সিইউ ৭০০০ মডেলের মধ্যে রয়েছে ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি। স্যামসাং সি-সিরিজের ফোর-কে ইউএইচডি টিভির শীর্ষ ফিচারগুলোর মধ্যে রয়েছে ডায়নামিক ক্রিস্টাল ডিসপ্লে, ফোর-কে ক্রিস্টাল প্রসেসর, এয়ার স্লিম ও বেজেললেস ডিজাইন এবং সোলার রিমোট। পাশাপাশি স্পষ্ট ও সারাউন্ডিং সাউন্ড নিশ্চিত করতে এ মডেলের টিভিগুলোয় রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড সিস্টেম।

বিশ্বকাপের ম্যাচ দেখার আনন্দ ও উত্তেজনাকে বাড়িয়ে তুলতে যোগাযোগ করতে পারেন আপনার কাছের স্যামসাং অফিশিয়াল শোরুমে অথবা কল করুন ০৮০০০৩০০৩০০ এই নম্বরে।