নেতাদের স্বজনেরাও পেলেন নৌকার টিকিট
এবার আওয়ামী লীগের একাধিক নেতা নিজ থেকেই মনোনয়ন দৌড়ে ছিলেন না। তবে তাঁদের জায়গায় তাঁদেরই স্বজনেরা পেয়েছেন নৌকার টিকিট। আবার কিছুসংখ্যক প্রয়াত আওয়ামী লীগ নেতার স্বজনেরাও এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়া এমন আটজনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একাদশ জাতীয় সংসদে রংপুর-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হন এইচ এন আশিকুর রহমান। তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এবার তাঁর আসনে তাঁর ছেলে রাশেদ রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রবীণ এই নেতা আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডেরও সদস্য। তিনি আগেই জানিয়েছিলেন, এবার আর মনোনয়ন দৌড়ে থাকছেন না। এবার এই আসনে মনোনয়ন পেয়েছেন তাঁর ছেলে মাহাবুব উর রহমান।
গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজের জায়গায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রুমানা আলী। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য আওয়ামী লীগের প্রয়াত নেতা রহমত আলীর মেয়ে। সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা জাহান কবিতার জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন তাঁর ভাই চয়ন ইসলাম। যশোর-২ আসনে বর্তমান সংসদ সদস্য নাসির উদ্দিনের জায়গায় এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. তৌহিদুজ্জামান। তিনি পেশায় চিকিৎসক। তিনি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জামাতা।
বরগুনা-২ আসনে শওকত হাচানুর রহমানের জায়গায় সুলতানা নাদিরাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম সবুরের স্ত্রী। এ ছাড়া তিনি আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর খালাতো বোন। নোয়াখালী-৬ আসনে বেগম আয়েশা ফেরদাউসের জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।
ঠাকুরগাঁও-২ আসনে বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে মো. মাজহারুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।