ইসি সচিব শফিউল ওএসডি, আরেক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁকে পরিকল্পনা কমিশনে সদস্য পদে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
পৃথক আরেক প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রশাসনে পরিবর্তন শুরু হয়। ‘বঞ্চিত’ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বিভিন্ন পদে পদায়ন করা হচ্ছে। অন্যদিকে কিছু কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।