বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত ২১ জানুয়ারি তাঁর শরীরে এ রোগ শনাক্ত হয়। এরপর থেকে তিনি এ পর্যন্ত ২৪টি কেমোথেরাপি নিয়েছেন, বর্তমানে ভারতে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাঁর অস্থিমজ্জা (বোনম্যারো) প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন, যা অত্যন্ত ব্যয়বহুল।
এসব তথ্য জানিয়ে রফিকুল ইসলামের স্কুলশিক্ষক বাবা মো. গোলাম মোস্তফা বলেন, তাঁর ছেলে একটি বেসরকারি ব্যাটারি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করছিলেন। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ায় তাঁর কর্মজীবনে ছেদ ঘটে। এ পর্যন্ত রফিকুলের চিকিৎসায় ১২ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। সামনের দিনগুলোতে তাঁর চিকিৎসা চালিয়ে যেতে সমাজের হৃদয়বান মানুষের সহায়তা চেয়েছেন তিনি।
রফিকুল ইসলামের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা মো. গোলাম মোস্তফা, হিসাব নম্বর ০২২০১৪৯২২৮৮১১, আইএফআইসি ব্যাংক, বাগেরহাট শাখা। মুঠোফোন নম্বর: ০১৭৩৯৯৯৭৯২১। বিজ্ঞপ্তি