চট্টগ্রাম মেডিকেলে নবজাতকের মৃত্যু, আয়ার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শনিবার চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালের একজন আয়া অক্সিজেন সিলিন্ডারে পানি সরবরাহ না করায় এ ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অক্সিজেনের কারণে শিশুটি মারা গেছে, তা সঠিক নয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ৯ মার্চ নবজাতকটিকে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। সে নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিল। শিশুটিকে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।
নবজাতকটির বাবার নাম বেলাল উদ্দিন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালির জারুলবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বকশিশ না দেওয়ায় এক আয়া শিশুটির অক্সিজেন সিলিন্ডারের মুখে পানি সরবরাহ করেননি। এ কারণে তাঁর সন্তান মারা গেছে। ওই আয়া তাঁর কাছে ২০০ টাকা বকশিশ চেয়েছিলেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নবজাতকের মৃত্যুর পর বিষয়টি মৌখিকভাবে হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। হাসপাতালের পরিচালক এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নবজাতক বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছেন।
জানতে চাইলে নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, এক লিটারের কম অক্সিজেনের জন্য পানি সরবরাহ করার প্রয়োজন পড়ে না।
এটা কোনো সমস্যা নয়। শিশুটি জন্মগতভাবে অনেক রোগে ভুগছিল। তার অবস্থা খুব খারাপ ছিল। অক্সিজেনের কারণে সে মারা গেছে, তা সঠিক নয়। তবে পানি দেওয়ার জন্য বকশিশ চাওয়াটা কোনোভাবে কাম্য নয়। এ জন্য পরিচালকের নির্দেশে ওই আয়াকে হাসপাতালে আসতে নিষেধ করা হয়েছে।