এ দেশে ধর্মচর্চায় কোনো বাধা থাকবে না: শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘প্রতিটা ধর্মের নাগরিক বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে। কোনো বাধা থাকলে সেই বাধা আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধর্মচর্চায় কোনো বাধা থাকবে না। সবাই তাঁদের নিজেদের ধর্ম নিজেরা পালন করবেন।’ আজ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ শহরে পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা।
আদিলুর রহমান খান বলেন, ‘যারা সব সময়ই দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকে, সব সময়ই যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকে, তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে। আমরা সব বিষয় ব্যবস্থা নিচ্ছি।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সংস্কার কমিশনের সদস্য নাসিরউদ্দিন এলান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন ও পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।