ফ্রিজ খুলতেই প্রাণ গেল স্কুলছাত্রের

লাশপ্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ জোবায়ের (১২) নামের পঞ্চম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জোবায়ের ওই এলাকার কোরবান আলী চৌধুরী বাড়ির মুহাম্মদ জাফরের দুই ছেলের মধ্যে বড় ছেলে। সে স্থানীয় মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে জোবায়ের তাদের ঘরের ফ্রিজ খুলে কিছু নিতে যায়। এ সময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা ফ্রিজের হাতল ও ভেতরের তাক স্পর্শ করলে সে সেখানে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন প্রথম আলোকে বলেন, একই দিন আসরের নামাজের পর স্থানীয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।