বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি
অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা আজ মঙ্গলবার এ কথা জানান। তিনি প্রথম আলোকে বলেন, গতকালের ঘটনায় বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ স্টলে ওই হট্টগোলের ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। আজ বিকেলে স্টলটি বন্ধ দেখা যায়।
স্টলটি বন্ধ রয়েছে উল্লেখ করে বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান প্রথম আলোকে বলেন, বাংলা একাডেমি স্টল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি। আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ আপাতত স্টল বন্ধ করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্টলের বিষয়ে সিদ্ধান্ত নেবে একাডেমি।
গতকাল ওই স্টলে হট্টগোল হওয়ার আগে স্টলটির বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগের দিন রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছিল।
বইমেলায় ওই ঘটনার নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।