শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, পণ্যবাহী কনটেইনার পরিবহন শুরু

চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি দেওয়ার দাবিতে ধর্মঘট করেন প্রাইম মুভার ট্রেইলারসহ ভারী যানবাহনের শ্রমিক-চালকেরা। আজ দুপুরে ফটকের মুখে অবস্থান নেন শ্রমিক ও চালকেরাছবি: জুয়েল শীল

এক দিনের মাথায় কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। দাবি পূরণের আশ্বাসে আজ বুধবার রাত ৯টায় তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড ডাম্প ট্রাক ইউনিয়নের সভাপতি সেলিম খান প্রথম আলোকে বলেন, ধর্মঘট প্রত্যাহার হয়েছে। কনটেইনারবাহী গাড়ি চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় ট্রেইলার শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ তাঁদের দাবি পূরণসংক্রান্ত চুক্তিপত্র সই হয়। এর আগে মঙ্গলবার রাতে চাকরির নিয়োগপত্র প্রদানসহ বেশ কিছু দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকেরা।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি আবু সালেহ জুয়েল এবং শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।