ক্যানসারে আক্রান্ত হাবিবুরের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘোলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৪৫) কোলন ক্যানসারে আক্রান্ত। গত ২২ মার্চ তাঁর ক্যানসার শনাক্ত হয়।

হাবিবুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা সহকারী পদে কর্মরত।

গত ১০ মে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাঁকে।

তবে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

হাবিবুর বলেছেন, তাঁর পরিবারে তিনি ছাড়া আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। স্বল্প আয়ের একজন কর্মচারী হয়ে চিকিৎসার বিশাল ব্যয়ভার নির্বাহ করা তাঁর জন্য অসম্ভব হয়ে উঠেছে।

তাই সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি তাঁর চিকিৎসায় এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা:
হাবিবুর রহমান
সঞ্চয়ী হিসাব: ২৩১.৮০০.২১৮.৩২৯১
সোনালী ব্যাংক, ঝিকরগাছা শাখা, যশোর
বিকাশ/নগদ: ০১৭৩২৫৪৬২৫৮
বিজ্ঞপ্তি