বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, শত্রুতা কারও সঙ্গে চাই না। কিন্তু তার সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কোনো বন্ধু যদি আমার মাটির প্রতি লোলুপ দৃষ্টি দেয়, কোথাও যদি আমার দেশের এক ইঞ্চি ভূমি দখল করার চেষ্টা করে, তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা দ্বিধা বোধ করব না।’
আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মো. শাহজাহান ভারতের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের প্রতিবেশী বন্ধু, আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন, আমাদের স্বার্থ আমাদের সুরক্ষা করতে দিন। আপনারা একটা জাতি, আমরা একটা ভিন্ন জাতি। আপনাদের প্রতি আমাদের সম্মান থাকবে, আমাদের প্রতিও আপনাদের সম্মান থাকা উচিত। তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর যদি শক্তি দিয়ে এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেন, হাসিনার মতো আপনারাও টিকতে পারবেন না।’
জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।