জ্বালানি উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আজ রোববার মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিছবি: পিআইডি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সাক্ষাৎ হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে সার্কের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে কথা হয় মুহাম্মদ ফাওজুল কবির খান ও ঘনশ্যাম ভান্ডারির। এ সময় বিদ্যুৎ খাতে নেপালের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র নেপাল। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ঢাকা।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খানকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নেপাল। বাংলাদেশের সঙ্গে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ ক্রয়, দেশটির সঙ্গে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং দেশটি থেকে ভারতীয় প্রতিষ্ঠান জিএমআরের উৎপাদিত জলবিদ্যুৎ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি–সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী উপস্থিত ছিলেন।