প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
মালয়েশিয়ায় টাকা ‘পাচারে’ আমিনুল ও রুহুল আমিন শিরোনামে ১৭ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইনে প্রকাশিত প্রতিবেদন নিয়ে মোহাম্মদ রুহুল আমিনের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন তাঁর রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শাহ আজম। প্রতিবাদপত্রে বলা হয়েছে, কোনো কর্মীর কাছ থেকে সরকার–নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেয়নি তারা। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ভিসা ক্রয়-বিক্রয় বা অন্য কোনো কারণে কোনো এজেন্সির কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেনি বা মালয়েশিয়ায় কোনো অর্থ পাঠায়নি। এমইএফসি ঢাকা থেকে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)–এর কারিগরি কাজে সহায়তা করেছে।
প্রতিবেদকের বক্তব্য
অভিযুক্ত মোহাম্মদ রুহুল আমিনের বক্তব্য প্রকাশিত প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। তাঁর প্রতিবাদপত্রে নতুন কোনো বক্তব্য আসেনি। এ ছাড়া মালয়েশিয়া থেকে বিভিন্ন এজেন্সি ভিসা কিনেছেন, এটা মোহাম্মদ রুহুল আমিন নিজেই প্রতিবেদককে বলেছেন। একইভাবে যেসব এজেন্সি কর্মী পাঠিয়েছে, তাদের কয়েকজন ক্যাথারসিসকে টাকা পরিশোধের বিষয়টি প্রতিবেদনে জানিয়েছেন।