ঢাকা বিশ্ববিদ্যালয়: যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত চায় মহিলা পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আনা যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উদ্বেগ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়; এবং ভুক্তভোগী ছাত্রীসহ সব শিক্ষার্থীর লেখাপড়া ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গতকাল বুধবার ওই শিক্ষকের বহিষ্কার দাবি করে এক দল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায় বসে বিক্ষোভ করেন। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এ ঘটনায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ওই শিক্ষকের বিরুদ্ধে গত জানুয়ারি ও ২০১৪ সালে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন

ওই ছাত্রী অভিযোগ করেন, ওই শিক্ষক তাঁকে নিজ কক্ষে ডেকে নিয়ে যান। শিক্ষকের কথার ধরন এবং অঙ্গভঙ্গি অস্বাভাবিক মনে হলে তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ান। ওই শিক্ষক তখন নিজের আসন ছেড়ে তাঁর কাছে উঠে আসেন এবং তাঁর গায়ে হাত দেন। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে উঠতে না পেরে তিনি (ছাত্রী) ভয়ে ওই কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান। পরে ওই শিক্ষক তাঁকে ফোন করে কাউকে এ বিষয়ে কিছু না বলতে বারবার সতর্ক করেন। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।